শিক্ষা অফিসে সঠিক সময়ে উপস্থিত না হওয়াই যেনো নিয়ম | বিবিধ নিউজ

শিক্ষা অফিসে সঠিক সময়ে উপস্থিত না হওয়াই যেনো নিয়ম

শিক্ষার ডিডি অফিসে সঠিক সময়ে উপস্থিত না হওয়াটাকেই যেনো নিয়ম করে নিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

#প্রাথমিক বিদ্যালয়

রোববার। ২০ এপ্রিল। সকাল ৯টা। থেমে থেমে বৃষ্টি বরিশাল নগরী জুড়ে। বান্দা রোডের পুরনো একটি দ্বিতল ভবনের নীচ তলায় বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিস। একই ভবনের দ্বিতীয় তলায় প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালকের কার্যালয়। দুটো অফিসেই সঠিক সময়ে উপস্থিত না হওয়াটাকেই যেনো নিয়ম করে নিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

সকাল সাড়ে ৯টা পর্যন্ত নিচতলায় অপেক্ষা করেও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম জি এম সরোয়ার হোসেনসহ বেশ কয়েকজনের দেখা মিললো না। তবে ৯টার আগে থেকেই উপস্থিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আল এমরান খন্দকার। অধিকাংশ কর্মকর্তা কর্মচারির অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, কাজকে আমি ভালোবাসি। তাই যাতে দেরি না হয় সব সময় সেদিকে লক্ষ রাখি। তবে অন্যদের বিষয়ে আমি চেষ্টা করবো, সবাই যেনো ঠিক সময়ে উপস্থিত থাকেন।

দ্বিতীয় তলার বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে দেখা গেলো, ফ্লোরে সংস্কারের কাজ চলছে। ঘড়ির কাঁটায় বেলা সাড়ে ৯টা বাজলেও অনুপিস্থিত শিক্ষা অফিসার উম্মে সালমা লাইজু, সহকারী পরিচালক শাহ্ মো. রাকিবুল হাসান। এমনকি অনুপস্থিত খোদ বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিনও। আরো কয়েকজন কর্মচারিও হদিস মিললো না।

সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবদুল আলীম আকন বললেন, দ্রুত সবাই চলে আসবেন।

মুঠোফোনে উপপরিচালক নিলুফার ইয়াসমিনের সাথে দফায় দা যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভই করলেন না।

#প্রাথমিক বিদ্যালয়