ইবি শিক্ষার্থীদের বাস উল্টে আহ*ত ১২ | বিশ্ববিদ্যালয় নিউজ

ইবি শিক্ষার্থীদের বাস উল্টে আহ*ত ১২

জানা যায়, বেলা ১০ টায় প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে কুষ্টিয়ার কাষ্টম মোড় থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে বিশ্ববিদ্যালয়ের ভাড়াকৃত সোহাইল বাস। বাস ড্রাইভার অতিরিক্ত গতিতে বাস চালাচ্ছিলো। এসময় অন্য গাড়ি ওভারটেক করতে গিয়ে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

#বিশ্ববিদ্যালয় #ইসলামী বিশ্ববিদ্যালয়

কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার পথে শিক্ষার্থী বহনকারী ‘সোহাইল’ নামের একটি ভাড়া বাস উল্টে গেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়ার বিত্তিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনায় ১২ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। তবে এই সংখ্যা বাড়তে পারে। আহতদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, সকাল ১০টায় প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে কুষ্টিয়ার কাষ্টম মোড় থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে বিশ্ববিদ্যালয়ের ভাড়াকৃত সোহাইল বাস। বাস ড্রাইভার অতিরিক্ত গতিতে বাস চালাচ্ছিলো। এসময় অন্য গাড়ি ওভারটেক করতে গিয়ে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বৃত্তিপাড়া নামক স্থানে রাস্তার ডান পাশে উল্টে পড়ে যায়। পরে আহতদের চিকিৎসার জন্য কুষ্টিয়া ও ইবি মেডিক্যালে পাঠানো হয়েছে।

এক শিক্ষার্থী জানান, সুহাইল বাস সবসময়ই অতিরিক্ত গতিতে চালায়। তাদের বাস চালানোর গতি সুবিধাজনক নয়। আজকেও তেমন হয়েছে। বাস ওভারটেক করতে গিয়ে রাস্তার ডান পাশে উল্টে পড়ে যায়।

প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, আহত ১২ জনকে কুষ্টিয়া মেডিক্যালে নিয়ে আসা হয়। এর মধ্যে ৮ জনকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে পাঠিয়ে দেওয়া দেয়া হয়েছে। ৪ জন একটু বেশি আহত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করার কাজ চলছে। আমি আছি এখানেই।

#বিশ্ববিদ্যালয় #ইসলামী বিশ্ববিদ্যালয়