১৬ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এদিন থেকেই চালু হবে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
এর আগে, গত ২৩ মার্চ রোববার থেকে ৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ছুটি ঘোষণা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছুটি শুরুর আগে ও পরের শুক্র ও শনিবারসহ মোট ১৬ দিনের ছুটি ছিল।
এ ছাড়া গত ২৬ মার্চ বুধবার থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তরও বন্ধ ছিলো। তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবার চালু ছিলো।