রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় পিৎজা অর্ডারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও কবি নজরুল সরকারি কলেজের শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনামূলক ঘটনার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘটনার সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তানজিল কবি নজরুল কলেজের সামনে একটি ফুডকোর্টে খাবার অর্ডার করেন। ডেলিভারি দিতে দেরি হওয়ায় দোকানদারের সঙ্গে বাদানুবাদ জড়ান তিনি। এসময় ঘটনাস্থলে উপস্থিত হন কবি নজরুল কলেজের ছাত্রদলের সদস্য সচিব নাজমুল, যুগ্ম আহ্বায়ক আল আমিনসহ কয়েকজন। কথা কাটাকাটির একপর্যায়ে তারা তানজিলকে কলেজের সামনে নিয়ে যান। এ সময় তানজিল তার বন্ধুদের খবর দিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা ও কিছু সংখ্যক সাধারণ শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জবি ছাত্রদলের সদস্য তানজিল বলেন, আমরা চার-পাঁচজন লক্ষ্মীবাজারে পিৎজা খেতে যাই। দোকানদার ১৫-২০ মিনিট দেরি হবে জানায়। আমরা বলেছি একটু দ্রুত দিতে। কিন্তু প্রায় চল্লিশ মিনিট ধরে বসে থাকার পরও আমাদের না দিয়ে পরে যারা এসেছে তাদেরকে পিৎজা দেয়। তখন দোকানদারকে জিজ্ঞেস করি কেন তাদেরকে আগে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এমন সময় কবি নজরুল কলেজের সদস্য সচিবসহ দশ-বারোজন সেখানে আসে। পরে বিষয়টি সেখানেই মিমাংসা হয়ে যাচ্ছিল, এর মধ্যে একজন বলে ‘ওকে’ কলেজের ভিতরে নিয়ে আয়, কথা আছে। এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং আমাদের কয়েকজন সেখানে উপস্থিত হয়।
এ বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফাহিম বলেন, ঘটনার সময় আমি বাসায় ছিলাম। তবে শুনেছি, জগন্নাথের কিছু শিক্ষার্থীর সঙ্গে খাবার দোকানে ঝামেলা হয়েছে। যদি ছাত্রদলের কেউ জড়িত থাকে এবং প্রমাণ পাওয়া যায়, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ঘটনাটি শুনেছি। ক্যাম্পাসে গিয়ে যাচাই-বাছাই করব। যদি ছাত্রদলের কেউ জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।