গুচ্ছতে নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় | পরীক্ষা নিউজ

গুচ্ছতে নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সোমবার (২৭ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ২৩ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পরীক্ষা নেয়ার জন্য পরিক্ষার্থীরা ইউজিসি অবরোধ করলে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ থাকতে নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠায়।

#জগন্নাথ বিশ্ববিদ্যালয় #পরীক্ষা #ভর্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ীই হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ বিষয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানারকম বক্তব্য প্রকাশিত হচ্ছে। তারই প্রেক্ষিতে এ সিদ্ধান্তের কথা জানায় প্রশাসন।

এ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি প্রক্রিয়া ২০০৫ খ্রিষ্টাব্দে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মহান জাতীয় সংসদে পাস হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন - ২০০৫ এ নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, আমাদের ভর্তি পরীক্ষা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সম্পন্ন হবে।

প্রসঙ্গত, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সোমবার (২৭ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ২৩ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পরীক্ষা নেয়ার জন্য পরিক্ষার্থীরা ইউজিসি অবরোধ করলে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ থাকতে নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠায়।

#জগন্নাথ বিশ্ববিদ্যালয় #পরীক্ষা #ভর্তি