যৌন হয়রানির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সাজু সাহাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সিন্ডিকেট সচিব ড. এ বি এম আজিজুর রহমান।
তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল থেকে চিঠি দিয়ে সহকারী অধ্যাপক সাজু সাহাকে সাময়িক বরখাস্ত করার কথা বলা হয়েছে। সুষ্ঠু তদন্তের সুবিধার্থে সিন্ডিকেট এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে, গত বছরের মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক এক ছাত্রী সাজু সাহার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। এই অভিযোগ বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে ই-মেইল করে পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন সেলের তৎকালীন প্রধান ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. জেবউননেছা।