২১ মের মধ্যে জাকসু নির্বাচন | বিশ্ববিদ্যালয় নিউজ

২১ মের মধ্যে জাকসু নির্বাচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ২০২৫ খ্রিষ্টাব্দের মে মাসের তৃতীয় সপ্তাহে, ২১ মের মধ্যে অনুষ্ঠিত হবে।

#নির্বাচন #জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন মে মাসের ২১ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ২০২৫ খ্রিষ্টাব্দের মে মাসের তৃতীয় সপ্তাহে, ২১ মের মধ্যে অনুষ্ঠিত হবে। এ উদ্দেশ্যে ইতোমধ্যে গঠিত নির্বাচনী কমিশন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠণতন্ত্র অনুযায়ী নির্বাচনের ন্যূনতম ২১ দিন আগে অর্থাৎ ২০২৫ খ্রিষ্টাব্দে এপ্রিল মাসের শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

প্রসঙ্গত, পূর্বোঘোষিত রোডম্যাপ অনুযায়ী গত ১ ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার কথা থাকলেও জাকসুর গঠনতন্ত্র সংস্কার ও জুলাইয়ে শিক্ষক- শিক্ষার্থীদের হামলার বিচার করার পরে নির্বাচনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে শাখা ছাত্রদল। পরে ১০ সদস্যের একটি সংস্কার কমিটি গঠন করা হয়। জাকসু ও হল সংসদের গঠনতন্ত্রের সংস্কার বিষয়ে সংশ্লিষ্ট কমিটির সুপারিশ নিয়ে জাকসু ও হল সংসদ নির্বাচন যৌক্তিক সময়ে অনুষ্ঠানের জন্য ৬ ফেব্রুয়ারি তারিখ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।

#নির্বাচন #জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়