২০২৫ খ্রিষ্টাব্দের ষষ্ঠ থেকে দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষার সিলেবাস নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে যশোরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
রোববার (২০ এপ্রিল) যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৫ খ্রিষ্টাব্দে ষষ্ঠ শ্রেণি হতে ৯ম শ্রেণির অর্ধবার্ষিক, বার্ষিক ও ১০ম শ্রেণির প্রাক-নির্বাচনি এবং নির্বাচনি পরীক্ষা যশোর শিক্ষা বোর্ডের প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে গ্রহণ করা হবে। এ সংক্রান্ত সিলেবাস আগামী সপ্তাহে বোর্ডের অন-লাইনে প্রকাশ করা হবে।