জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 'এ' ইউনিট বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের তৃতীয় শিফটের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ভর্তি পরীক্ষা আজ বিকেল ৪টার পরিবর্তে বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের A-ইউনিটের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে এবং এমআইএসটি'র (MIST) ভর্তি পরীক্ষার সাথে সামঞ্জস্য রেখে উক্ত পরীক্ষার সময় আজ (২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার) বিকাল ৪টার পরিবর্তে উপাচার্যের নির্দেশক্রমে বিকাল ৪টা ৩০ মিনিটে নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, আজ শনিবার জবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দুই শিফটের পরীক্ষা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে।