আগামী দুই থেকে চার দিনের (৩ মার্চ) মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'ডি' ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের দিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা।
অধ্যাপক সানজিদা বলেন, আমাদের সব কাজ প্রায় শেষ। আগামীকাল (শুক্রবার) যেহেতু আরেকটা ইউনিটের পরীক্ষা আছে এজন্য আরো দুই-চারদিন লাগতে পারে। ওএমআর রিডিংয়ের জন্য তো মেশিনের প্রয়োজন। তো ওদের কাজটা শেষ হলে আমাদের টাইম দিবে। আমরা প্রস্তুত আছি।
এর আগে, চার বছর পর নিজস্ব পদ্ধতিতে জবির 'ডি' ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৪ ফেব্রুয়ারি শুক্রবার। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, আমরা পরীক্ষার ১৫ দিন বা দুই সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণার চেষ্টা করব। এবার প্রতিটি ইউনিটে শিফটভিত্তিক পরীক্ষা হওয়ায় প্রতি শিফটে উপস্থিতির সমানুপাতিক হারে ফলাফল প্রকাশ করা হবে।