শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমও।
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শিক্ষার্থীদের গণ অনশনে সামিল হন তিনি।
এর আগে সোয়া ছয়টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন জবি উপাচার্য। শিক্ষার্থীদের নিকট কাজের সার্বিক বিষয় তুলে ধরেন তিনি। এরপর শিক্ষার্থীরা ইউজিসি ও মন্ত্রণালয়ের প্রতিনিধিদের আসার দাবি জানান। এ সময় উপার্যের সঙ্গে বসে পড়েন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক ও শিক্ষক সমতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীনও।
আরো পড়ুন: জবি শিক্ষার্থীদের অনশনের নয় ঘন্টা
উপাচার্যের অনশনে বসে পড়ার পর শিক্ষার্থীরা 'ছাত্র-ভিসি অনশনে মন্ত্রণালয় কি করে?' শিক্ষক-ছাত্র অনশনে ইউজিসি কি করে?' ইত্যাদি শ্লোগান দেন।
আরো পড়ুন: জবির দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ সেনাবাহিনীকে হস্তান্তরের প্রস্তাব ইউজিসিতে: উপাচার্য
এর আগে এদিন সকাল সাড়ে আটটায় তিন দাবিতে গণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে। যতদিন অব্দি আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।