লাকিসহ দোসরদের গ্রেফ*তারের দাবি জবি ইনকিলাব মঞ্চের | বিশ্ববিদ্যালয় নিউজ

লাকিসহ দোসরদের গ্রেফ*তারের দাবি জবি ইনকিলাব মঞ্চের

জবি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তার বলেন, শাহবাগীরা আবার তাদের বিষদাঁত প্রদর্শন করা শুরু করেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা পুলিশের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। ২০১৩ খ্রিষ্টাব্দে তারা 'বিচার চাই না, ফাঁসি চাই' বলে বাংলাদেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিলো। আপনাদের সতর্ক করে দিতে চাই—২০২৫ খ্রিষ্টাব্দে এসে আপনারা চাইলেই আর আগের অবস্থায় ফিরে যেতে পারবেন না।

#বিশ্ববিদ্যালয়

দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে শাহবাগের গণতন্ত্র মঞ্চের কসাই লাকি আক্তারসহ সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনকিলাব মঞ্চ।

এ সময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, শাহবাগের কিট লাকি আক্তার ও তার দোসররা ২০১৩-তে শাহবাগে ফ্যাসিজম কায়েম করেছিল। ২০২৫-এও তারা শাহবাগ পুনরায় কায়েমের চেষ্টা করছে। কিন্তু ভুলে গেলে চলবে না, এটি 'জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের' পরবর্তী সময়। শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা পুনরায় শাহবাগ করতে দেবো না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাকি আক্তারকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জগন্নাথে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করছি।

জবি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তার বলেন, শাহবাগীরা আবার তাদের বিষদাঁত প্রদর্শন করা শুরু করেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা পুলিশের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। ২০১৩ খ্রিষ্টাব্দে তারা 'বিচার চাই না, ফাঁসি চাই' বলে বাংলাদেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিলো। আপনাদের সতর্ক করে দিতে চাই—২০২৫ খ্রিষ্টাব্দে এসে আপনারা চাইলেই আর আগের অবস্থায় ফিরে যেতে পারবেন না।

জবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, যারা শাহবাগে ফ্যাসিজম কায়েম করেছিল, সেই শাহবাগ আবার মাঠে নেমেছে। ২০০০ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি। বলে দিতে চাই এটি ২০১৩ নয়, এটি ২০২৫। তাদের মা, ফ্যাসিস্ট হাসিনা, বাংলাদেশে টিকে থাকতে পারেননি, তাদেরকেও বাংলাদেশের প্রত্যাখান করেছে। আমি সরকারকে আহ্বান করছি—লাকি আক্তারসহ ভারতের সেবাদাস শাহবাগীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

#বিশ্ববিদ্যালয়