জানমালের নিরাপত্তার দাবিতে জবি শিক্ষার্থীদের গানমিছিল | বিশ্ববিদ্যালয় নিউজ

জানমালের নিরাপত্তার দাবিতে জবি শিক্ষার্থীদের গানমিছিল

গানমিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করেন। এছাড়াও ধর্ষণ, খুন, ডাকাতি ও সন্ত্রাস বন্ধের দাবিতে স্লোগান দেন।

#বিশ্ববিদ্যালয়

অবিলম্বে খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও মব সন্ত্রাস বন্ধ এবং জানমালের নিরাপত্তার দাবিতে গানমিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার 'নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়' ব্যানারে শিক্ষার্থীরা এ মিছিল করেন।

গানমিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করেন। এছাড়াও ধর্ষণ, খুন, ডাকাতি ও সন্ত্রাস বন্ধের দাবিতে স্লোগান দেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কেন নারীদের নিরাপত্তা দিতে পারছে না? আমাদের কেন প্ল্যাকার্ড হাতে, মাইক হাতে এ ধরনের কথা বলতে হচ্ছে? ফ্যাসিবাদী সরকার পতনের পরও কেন নারীদের ক্ষমতায়নের কথা আমাদের বলতে হচ্ছে? জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

শিক্ষার্থীরা আরো বলেন, বর্তমানে আমরা দেখছি ছিনতাই অনেক বেড়েছে। আমাদের মধ্যে অনেকেই এ ধরনের ঘটনার শিকার হয়েছেন। আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ হয়ে সরকারকে এই মেসেজ দেওয়া, যেন তারা একটু হলেও আমাদের দিকে তাকান। জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারকেই নিতে হবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রণ্ট জবি শাখার সভাপতি ইভান তাহসিব বলেন, আপনারা দেখেছেন, একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। ছিনতাই হচ্ছে। আমরা রাস্তায় দিনে, দুপুরে, রাতে নিরাপদ বোধ করছি না। এসব সামাজিক অন্যায়কে আমাদের প্রতিহত করতে হবে। আমরা নারীর নিরাপত্তা চাই, আমরা পুরুষের নিরাপত্তা চাই, আমরা মানুষের নিরাপত্তা চাই। এই সরকার সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিশ্চিত করতে হবে।

#বিশ্ববিদ্যালয়