জবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ | বিশ্ববিদ্যালয় নিউজ

জবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

তিনটি শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে চলবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা শুরু হবে বেলা ১টায় এবং চলবে বেলা ২টা পর্যন্ত এবং তৃতীয় শিফটের পরীক্ষা শুরু হবে বিকেল ৪টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত।

#জগন্নাথ বিশ্ববিদ্যালয় #ভর্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ (২২ ফেব্রুয়ারি ) অনুষ্ঠিত হবে। এ ভর্তি পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৪ হাজার ২২৩ জন শিক্ষার্থী, বিপরীতে আসন রয়েছে ৮৬০টি । প্রতি আসনের জন্য লড়বেন ৫১ জন ভর্তিচ্ছু।

জানা যায়, তিনটি শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে চলবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা শুরু হবে বেলা ১টায় এবং চলবে বেলা ২টা পর্যন্ত এবং তৃতীয় শিফটের পরীক্ষা শুরু হবে বিকেল ৪টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত।

জবির নিজস্ব পদ্ধতির এ ভর্তি পরীক্ষায় মোট নম্বর ১০০। যার মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনি ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনি পরীক্ষায় থাকবে ২৪ নম্বর, আর লিখিত অংশের জন্য বরাদ্দ ৪৮ নম্বর। পরীক্ষায় এসএসসি পরীক্ষার জিপিএ-তে ১২ নম্বর এবং এইচএসসি পরীক্ষার জিপিএ-তে ১৬ নম্বর গণনা করা হবে।

#জগন্নাথ বিশ্ববিদ্যালয় #ভর্তি