পারভেজ হত্যার প্রতিবাদ জাবি ছাত্রদলের | বিশ্ববিদ্যালয় নিউজ

পারভেজ হত্যার প্রতিবাদ জাবি ছাত্রদলের

মানববন্ধনে বক্তারা ছাত্রদল নেতা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন। এ সময় তারা আরও উল্লেখ করেন ভবিষ্যতে যেন এ রকম ঘটনার আর পুনরাবৃত্তি না হয়।

#ছাত্রদল #জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় #জাহিদুল ইসলাম পারভেজ #প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা ছাত্রদল নেতা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন। এ সময় তারা আরও উল্লেখ করেন ভবিষ্যতে যেন এ রকম ঘটনার আর পুনরাবৃত্তি না হয়।

মানববন্ধনে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের সঞ্চালনায় যুগ্ম-আহ্বায়ক আফফান আলী বলেন, ’আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আওয়ামী লীগ টার্গেট কিলিং করছে। ছাত্রলীগ বিভিন্ন জায়গায় মাথা চাড়া দিয়ে উঠেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশেপাশেও ছাত্রলীগ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যদি আওয়ামী লীগ- ছাত্রলীগের দৃষ্টান্তমূলক বিচার না করা হয়, তাহলে পারভেজ হত্যার মতো ঘটনা ঘটতে থাকবে। আমরা দেশের মানুষের নিরাপদ জীবন চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগ-ছাত্রলীগের পুনর্বাসন আমরা মেনে নিবো না।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, বিশ্বজিৎকে ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে কুপিয়ে হত্যা করেছিল তারই ধারাবাহিকতায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে হত্যা করা হয়েছে। যারা পারভেজকে হত্যা করেছে তাদের সুস্পষ্ট সিসিটিভি ফুটেজ রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, পারভেজ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে।

#ছাত্রদল #জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় #জাহিদুল ইসলাম পারভেজ #প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়