পিএসসি সংস্কারে ৭ দাবিতে জবি শিক্ষার্থীদের বি*ক্ষোভ | বিশ্ববিদ্যালয় নিউজ

পিএসসি সংস্কারে ৭ দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রোববার (২৭ এপ্রিল) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ কর্মসূচি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ, প্রধান ফটক ও শান্ত চত্বর প্রদক্ষিণ করে।

#জবি #শিক্ষার্থী

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কার এবং বিসিএসে প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে অনশনরত ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ৭ দফা দাবিতে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

রোববার (২৭ এপ্রিল) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ কর্মসূচি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ, প্রধান ফটক ও শান্ত চত্বর প্রদক্ষিণ করে।

এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন বলেন, পিএসসি সংস্কার এর জন্য আন্দোলন করেছি এটাই শেষ নয় সংস্কার না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

৪৬ তম বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়েছে এটাতে কোন সন্দেহ নেই। জড়িত কর্মকর্তা ও শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

এছাড়া পরীক্ষা বাতিল করে পুনরায় নিতে। এছাড়া একইদিনে অনেকগুলো পরীক্ষা নেয়া হচ্ছে যা দুঃখজনক এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

বিক্ষোভ মিছিল শেষে শান্ত চত্বরে তারা সমাবেশ করেন। এসময় আন্দোলনের মুখপাত্র ও বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হুসাইন মুন্না ৭ দফা দাবি পেশ করেন।

দাবিগুলো হলো- ৪৫ তম বিসিএস থেকে ভাইভার নাম্বার ১০০ করতে হবে; প্রিলি, লিখিত ও ভাইভার নাম্বার প্রকাশ করতে হবে।

প্রতিটি বিসিএস এর নির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করতে হবে; সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে ভেরিফিকেশনের হয়রানি লাঘবের ব্যবস্থা এবং গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষ হতে হবে।

ভাইভা উত্তীর্ণ সকলের চাকরির নিশ্চিত করতে হবে; এ প্রাইভেট সেন্টার আবেদন ফি সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে আগামী ৭ দিনের মধ্যে কমিশন গঠন করতে হবে; বিসিএসসহ সব চাকরি পরীক্ষার ভাইভা বোর্ডে নিরপেক্ষ লোক নিয়োগ দিতে হতে; বিসিএস প্রশ্ন ফাঁসকারী চক্রাদ্ধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে; অন্যথায় নতুন করে পরীক্ষা নিতে হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

#জবি #শিক্ষার্থী