জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার 'ডি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ফলাফল প্রকাশ হয়েছে। শিক্ষার্থীরা ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট (ju-admission.org) থেকে ফল দেখতে পারবেন৷
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
এবছর শিফট ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল থেকে শিফট ভিত্তিক মেধাক্রম অনুসারে ভর্তি ও মাইগ্রেশন কার্যক্রম চলবে। এর আগে ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদ ও ‘ই’ ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদ, 'এ' ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ও 'আইবিএ-জেইউ' এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এই (ju-admission.org) ওয়েবসাইটে পাওয়া যাবে৷