জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের বরিশালে মতবিনিময় সভা শনিবার | বিবিধ নিউজ

জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের বরিশালে মতবিনিময় সভা শনিবার

মতবিনিময় সভার উদ্দেশ্য হলো জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ জাতির সামনে এসেছে সেই সুযোগকে কাজে লাগানো।

#জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন

বরিশাল বিভাগে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মতবিনিময় সভায় বিচার বিভাগের পৃথক সচিবালয়সহ নানা বিষয়ে আলোচনা করা হবে। ২৬ এপ্রিল সকাল ১০টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এস. এম. শরিয়ত উল্লাহ।

তিনি জানান, মতবিনিময় সভার উদ্দেশ্য হলো জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ জাতির সামনে এসেছে সেই সুযোগকে কাজে লাগানো। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে এরই মধ্যে বেশ কিছু কাজ হয়েছে। এরই মধ্যে বিচারকদের মতামত সংগ্রহ করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাবনা বিচার বিভাগ সংস্কার কমিশনে জমা দেয়া হয়েছে।

জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের বরিশালে মতবিনিময় সভা শনিবার

তিনি আরো জানান, বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতের ক্ষেত্রে সারা দেশের বিচারকদের করণীয় নির্ধারণ ও তাদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে দেশের সব বিভাগে এসোসিয়েশনের পক্ষ থেকে মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে। বিশেষ করে প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপ ও ১২ দফার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে সেগুলো সারা দেশের বিচারকদের কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি রোডম্যাপ বাস্তবায়নে প্রধান বিচারপতির সহায়ক শক্তি হিসেবে কাজ করার কথাও জানান তিনি।

এদিকে মতবিনিময় সভাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি চলছে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে। মতবিনিময় সভায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

এছাড়া বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা জেলার জেলা ও দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ বরিশাল বিভাগে কর্মরত সব পর্যায়ের বিচারকরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

#জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন