জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (৫৩ ব্যাচ) স্নাতক সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান বুধবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া প্রবেশিকা অনুষ্ঠানের দিন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস ও সব পরীক্ষা বন্ধ থাকবে বলে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।