পদত্যাগ করলেন জাস্টিন ট্রুডো

পদত্যাগ করলেন জাস্টিন ট্রুডো

ট্রুডো বলেছেন, নিউ লিবারেল পার্টির পক্ষ থেকে একজন নেতা নির্বাচন না করা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর কাজ চালিয়ে যাবেন। এবং এর পরপরই সরে দাঁড়াবেন।

#বিবিধ

নানা সমালোচনা আর দলীয় চাপের মুখে কানাডার গভর্নিং পার্টি থেকে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রায় এক দশক থেকে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্বে থাকার পর সোমবার (৬ জানুয়ারি) অটোয়ায় এক সংবাদসম্মেলনে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রুডো বলেছেন, নিউ লিবারেল পার্টির পক্ষ থেকে একজন নেতা নির্বাচন না করা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর কাজ চালিয়ে যাবেন। এবং এর পরপরই সরে দাঁড়াবেন।

বিবিসি বলছে, পরিবারের সাথে দীর্ঘ কথোপকথনের পরে ট্রুডো এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

খবরে আরও উল্লেখ করা হয়, মাসখানেক ধরে দেশটির পার্লামেন্ট ভেঙ্গে গেছে। কানাডার সংসদের একটি নতুন অধিবেশন প্রয়োজন। তবে এই আগামী ২৪ মার্চ পর্যন্ত অধিবেশন বন্ধ থাকবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক চাপের মুখে ছিলেন ট্রুডো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে বাড়তি চাপে পড়েন তিনি। দেশের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন এক সময়ে তুমুল জনপ্রিয় জাস্টিন ট্রুডো।

বর্তমান সময়ে তার জনপ্রিয়তা অনেকটাই হ্রাস পায়। বিরোধী দলের পাশাপাশি নিজ দল থেকেও পদত্যাগের দাবি ওঠে। তারই পরিপ্রেক্ষিতে নিজ দল লিবারেল পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন জাস্টিন ট্রুডো। ফলে প্রধানমন্ত্রীর পদটিও ছাড়তে হচ্ছে তাকে।

#বিবিধ