কুয়েটে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে | বিবিধ নিউজ

কুয়েটে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

#বিশ্ববিদ্যালয়

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলা দুঃখজনক জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুলে তারুণের উৎসবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে চায় অন্তর্বর্তী সরকার। তাই যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে তরুণদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

এসময় আওয়ামী লীগের নির্বাচন করা এখন অবান্তর বলে মন্তব্য করে তিনি বলেন, শুধু নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে নির্মূল করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা আসিফ জানান, পুলিশকে জনবান্ধব করতে কাজ করছে সরকার।

#বিশ্ববিদ্যালয়