কুয়েটের উদ্ভূত পরিস্থিতি নিরসনে কমিটি গঠন | বিশ্ববিদ্যালয় নিউজ

কুয়েটের উদ্ভূত পরিস্থিতি নিরসনে কমিটি গঠন

কুয়েট ছাত্র অসন্তোষ ও উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে তদন্ত করে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

#কমিটি #কুয়েট #ইউজিসি #শিক্ষার্থী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

আরো পড়ুন: কুয়েট শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের আহ্বান শিক্ষা উপদেষ্টার

এতে বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র অসন্তোষ ও উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে তদন্ত করে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

আরো পড়ুন: কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদ

তিন সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান, সদস্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান ও সদস্য-সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (পরিকল্পনা-৩) আহমেদ শিবলী।

কমিটির কার্যপরিধি- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র অসন্তোষ ও উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে সার্বিক বিষয় তদন্তপূর্বক সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়ন।

কমিটির সদস্যগণ নিজ-নিজ কার্যালয় হতে বিধি মোতাবেক ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন।

#কমিটি #কুয়েট #ইউজিসি #শিক্ষার্থী