বুধবার থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)-এর আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ক্যাম্পাসের ‘দুর্বার বাংলা’ ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদী মিছিলটি।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে হল না ছাড়ার ঘোষণা দিয়ে বিক্ষুদ্ধে শিক্ষার্থীরা বলেন, 'সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন দমানোর জন্য বিভিন্ন ধরনের চাপ চলছে। প্রশাসন যতোই নির্দেশ দিক, বুধবার শিক্ষার্থীরা হল ছাড়বেন না। হল ছাড়তে হলে পুলিশ–আর্মি দিয়ে শিক্ষার্থীদের রক্ত ঝরিয়ে হল ছাড়াতে হবে।'
তারা আরো বলেন, 'জুলাই বিপ্লবের পর প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে কুয়েটের হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবিতে অনড় আছেন। আন্দোলনে যে ১৫০ জন আহত হয়েছেন, একবারও তাদের খোঁজখবর কুয়েট প্রশাসন নেয়নি। শিক্ষার্থীদের পাশেও দাঁড়ায়নি। শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রতিটি মানতে হবে। আন্দোলন চলবে।'
এর আগে, নিরাপত্তার স্বার্থে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সকল অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার অ্যাকাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।