সব পাঠ্যবইয়ের পূর্ণাঙ্গ সফট (পিডিএফ) কপি অনলাইনে পাওয়ার তথ্য জেলা প্রশাসকদের জানানো হয়েছে। একইসঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলার সব উপজেলা নিবার্হী কর্মকর্তাকে বিষয়টি জানাতে বলা হয়েছে। সব বই ডাউনলোডের লিঙ্ক সংযুক্ত করে সব জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন: পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন ডাউনলোড করবেন যেভাবে
জানা গেছে, ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে এবং ৩০ জানুয়ারি মধ্যে সব বই বিতরণ সম্পন্ন হবে। ছাত্র- ছাত্রীদের লেখাপড়ার সুবিধার্থে ২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তকের সফট কপি (পিডিএফ) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই তাদের প্রয়োজনীয় রিসোর্সে এক্সেস এবং ওয়েবসাইট থেকে পাঠ্যপুস্তকসমূহ ডাউনলোড করতে পারবে।
২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তকের সফট কপি (পিডিএফ) অনলাইনে পাওয়ার বিষয়টি জানানো হলো। একই সঙ্গে এই বিষয়টি জেলা শিক্ষা অফিসার ও আওতাধীন সব উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করা হলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।