ইএফটি নিয়ে মাদরাসা অধিদপ্তরের সতর্কতা | Miscellaneous নিউজ

ইএফটি নিয়ে মাদরাসা অধিদপ্তরের সতর্কতা

ইএফটির মাধ্যমে বেতন-ভাতা দেওয়ার নাম করে কুচক্রী মহল বিভিন্ন মাদরাসার শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে তথ্য পাওয়া গেছে। যা মোটেও কাম্য নয়।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা ইএফটির মাধ্যমে দেবে সরকার। শুধু চলমান পাইলটিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত মাদরাসাগুলো এবার এই সুবিধা পাবে।

অন্যদিকে, বাকি মাদরাসাগুলোকে ধাপে ধাপে ইএফটিতে সম্পৃক্ত করা হবে। এজন্য এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের তথ্য অনলাইনে হালনাগাদের আহ্বান জানিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

তবে ইএফটির মাধ্যমে বেতন-ভাতা দেয়ার নাম করে কুচক্রী মহল বিভিন্ন মাদরাসার শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছে বলে তথ্য পাওয়া গেছে, যা মোটেও কাম্য নয়। কেউ অর্থ দাবি করলে তাকে থানায় হস্তান্তর করা এবং অধিদপ্তরে তার ব্যাপারে তথ্য পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।

এ চিঠিতে বলা হয়, ইএফটির মাধ্যমে বেতন-ভাতা প্রদানের লক্ষ্যে যেসব সংশোধনী প্রয়োজন সেসব তথ্য মাদরাসা শিক্ষা অধিদপ্তর নিজ উদ্যোগে সংগ্রহ ও যাচাইয়ের পর সংশোধনের ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে বিচলিত হবার প্রয়োজন নেই।

তা ছাড়া যেসব মাদরাসার শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পেতে বিলম্ব হবে, চলমান প্রক্রিয়াতেই তাদের বেতন-ভাতা প্রদানের কাজ অব্যাহত থাকবে। সুতরাং কাউকে দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।