বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু | মাদরাসা নিউজ

বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

মৃত দিদারুল ইসলাম উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামের বাসিন্দা।

#মাদরাসা #শিক্ষক

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে দিদারুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।

মৃত দিদারুল ইসলাম উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামের বাসিন্দা। খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বাজার এলাকায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন তিনি।

স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান ওবায়দুল বলেন, ‘রাতে দিদারুল বাজার থেকে মাদ্রাসায় ফিরছিলেন। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। পরে মাদ্রাসার কাছে বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।’

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#মাদরাসা #শিক্ষক