মানারাতুল উম্মাহ মডেল মাদরাসায় নিয়ােগ বিজ্ঞপ্তি | চাকরির খবর নিউজ

মানারাতুল উম্মাহ মডেল মাদরাসায় নিয়ােগ বিজ্ঞপ্তি

প্রয়োজনীয় কাগজপত্র নিম্নে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নম্বরে ২৩-০১-২০২৫ তারিখের মধ্যে পাঠাতে হবে।

#চাকরির-খবর #মাদরাসা

কক্সবাজার জেলাধীন রামু উপজেলার প্রাণকেন্দ্র বাইপাস সংলগ্ন স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান 'মানারাতুল উম্মাহ মডেল মাদ্রাসায়' যোগ্যতা ও শর্ত সাপেক্ষে নিম্নোক্ত জনবল নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকগণের নিকট হতে আবেদনপত্র আহবান করা হচ্ছে।

শর্তাবলীঃ

১। প্রার্থীকে বাস্তব জীবনে ইসলামের বিধি-বিধান পালনে অভ্যন্ত হতে হবে।

২। বায়োডাটা ও মোবাইল নম্বর সহ স্ব-হস্তে লিখা (A4 সাইজের কাগজে) আবেদনপত্র জমা দিতে হবে।

৩। সভাপতি, ম্যানেজিং কমিটি বরাবর লিখিত আবেদন করতে হবে।

৪। আবেদনের সাথে সংযুক্ত করতে হবে:

ক। সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।

খ। ১ জন ইসলামী ব্যক্তিত্বের প্রত্যয়নপত্র।

গ। সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।

ঘ। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

ঙ। অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

৫। অভিজ্ঞতা ও সুন্দর হাতের লেখা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

৬। প্রয়োজনীয় কাগজপত্র নিম্নে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নম্বরে ২৩-০১-২০২৫ তারিখের মধ্যে পাঠাতে হবে।

৭। পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীর মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে।

৮। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৯। ধূমপান অথবা জর্দা দিয়ে পান খাওয়ার অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নাই।

যোগাযোগঃ- অধ্যক্ষ, মানারাতুল উম্মাহ মডেল মাদরাসা

হোয়াটসঅ্যাপ নম্বর: 01601920145

বিস্তারিত নিচে দেখুন।

মানারাতুল উম্মাহ মডেল মাদরাসায় নিয়ােগ বিজ্ঞপ্তি

#চাকরির-খবর #মাদরাসা