কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া | বিবিধ নিউজ

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

#আবহাওয়া

মাঘের শেষ সময়ে বাড়ছে তাপমাত্রা। এ অবস্থায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা ও পাশের এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়।

এতে বলা হয়েছে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.৫ ডিগ্রি ও সর্বনিম্ন ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।

#আবহাওয়া