ইউআইটিএস-এর কম্পিউটার ল্যাবের আধুনিকায়ন | বিশ্ববিদ্যালয় নিউজ

ইউআইটিএস-এর কম্পিউটার ল্যাবের আধুনিকায়ন

এখানে ৪৮টি আরো সমৃদ্ধ আধুনিক কম্পিউটার দিয়ে ল্যাবটি ফের স্থাপন করা হয়েছে, যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

#ইউআইটিএস #কম্পিউটার

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কম্পিউটার ল্যাবেটরির আধুনিকায়ন করা হয়েছে।

এখানে ৪৮টি আরো সমৃদ্ধ আধুনিক কম্পিউটার দিয়ে ল্যাবটি ফের স্থাপন করা হয়েছে, যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া ফিতা কেটে ল্যাবটির উদ্বোধন করেন বলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর মো. তারিকুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান আল-ইমতিয়াজ, পরিচালক (আইকিউএসি) ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস ও পরিচালক (আইসিটি সেল) এ.এস.এম শাফিসহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকরা।

#ইউআইটিএস #কম্পিউটার