কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলাদেশী নাগরিক বা প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়ের একটি মনোগ্রাম ডিজাইনের আহবান করা হচ্ছে। মনোগ্রাম ডিজাইনের সফট কপি ই-মেইলে: [email protected] পাঠাতে হবে। মনোগ্রাম এআই ও পিডিএফ ফরমেটে জমা দিতে এবং প্রত্যেকটি মনোগ্রাম A4 সাইজের প্রদান করতে হবে। নির্বাচিত মনোগ্রামের জন্য ডিজাইনারকে সম্মানী প্রদান করা হবে। মনোগ্রাম পাঠানোর শেষ সময় ১৮ মার্চ।
বিস্তারিত নিচে দেখুন-