বেশিরভাগ শিক্ষক শিক্ষার্থীদের পড়াশোনার চাপে ফেলার কথা ভাবেন: গণশিক্ষা উপদেষ্টা | বিবিধ নিউজ

বেশিরভাগ শিক্ষক শিক্ষার্থীদের পড়াশোনার চাপে ফেলার কথা ভাবেন: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিকের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্য অভিভাবকদের শিক্ষিত করার প্রয়োজন রয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, আমি বরাবরই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থের দিকে নজর দিতে বলি।

#শিক্ষার্থী

বেশিরভাগ শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াশোনার চাপে ফেলার কথা ভাবেন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বুধবার ঢাকার আগারগাঁওয়ের বিআইসিসিতে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্য অভিভাবকদের শিক্ষিত করার প্রয়োজন রয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, আমি বরাবরই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থের দিকে নজর দিতে বলি।

উপদেষ্টা বলেন, আমাদের সমাজের বিভাজনটা বেশি হয়ে গেছে। একটা ফোরাম যেভাবে ভাবি আরেকদল মানুষ ঠিক তার উল্টো ভাবেন। যেমন আমরা ভাবি শিক্ষার্থীদের ওপর কি পরীক্ষা বোঝা হচ্ছে, বইয়ের চাপ হচ্ছে কিন্তু অভিভাবকেরা ভাবেন শিক্ষার্থীদের আরো বেশি চাপে ফেলা উচিৎ। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বেশিরভাগ শিক্ষরাও তাই ভাবেন।

#শিক্ষার্থী