জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিনম্র শ্রদ্ধার সঙ্গে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রব, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট ও বিভাগের সভাপতিরা।
উপাচার্যের শ্রদ্ধা নিবেদনের পর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, মহিলা ক্লাব, অ্যালামনাই অ্যাসোসিয়েশন, অফিসার সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন হল ও বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে ভাষা শহীদদের স্মরণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। এসময় অমর একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানটি বাজানো হয়।
এছাড়াও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে সকালে প্রভাতফেরিসহ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।