পিরোজপুরের নেছারাবাদের উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে ‘সুন্দরবনকে রক্ষা করি, প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ‘রূপান্তর’-এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তর-এর জেলা সমন্বয়কারী সাহিদা বানু সোনিয়া।
সুন্দরবন ইউথ ফোরামের আহ্বায়ক সুবর্ণা আক্তার ও সোয়েব আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, সিনিয়র শিক্ষক মো. এস এম ইব্রাহিমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও যুব ফোরামের সদস্যরা।
আলোচনা সভা শেষে উপস্থিত সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নাগরিক সচেতনতামূলক স্কুলের বিভিন্ন স্হানে পড়ে থাকা প্লাস্টিক পলিথিন সংগ্রহ করে তা বিনষ্ট করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।