দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল।
গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকার গুলশান ক্লাবে এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাক্তার মিনহাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত সব সদস্যদের সম্মতিতে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের নতুন পরিচালনা পর্ষদের ২ বছর মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মোস্তফা কামাল।
ভাইস চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন ডাক্তার মিনহাজ উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নাজমুল হাসান।
সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য- সলিমুল হক কামাল, মাহমুদুর রহমান সুমন, শামসুন্নাহার রশীদ, শাহ নূরুন্নবী, উম্মে কুলসুম পারভিন, নাদিয়া হোসেন, কাজী আরিফুল ইসলাম (কাজী সিরাজুল ইসলামের প্রতিনিধি), রাজীব চক্রবর্ত্তী (মোরশেদ আলমের প্রতিনিধি) এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. একেএম মাহবুবুজ্জামান।