ডিসি নিয়োগে তদবির: এনসিপি নেতা তানভীরকে অব্যাহতি | বিবিধ নিউজ

ডিসি নিয়োগে তদবির: এনসিপি নেতা তানভীরকে অব্যাহতি

নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে অভিযোগের বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে হবে এবং কেনো স্থায়ী বহিষ্কার করা হবে না— এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে কারণ দর্শাতে হবে।

#এনসিপি

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে তদবিরের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে দল থেকে কেনো স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) এনসিপির কার্যালয় থেকে পাঠানো নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে অভিযোগের বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে হবে এবং কেনো স্থায়ী বহিষ্কার করা হবে না— এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে কারণ দর্শাতে হবে।

সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে থাকা পূর্ববর্তী মৌখিক সতর্কতা অমান্যের প্রেক্ষিতে শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পূর্বপর্যন্ত গাজী সালাউদ্দিন তানভীরকে এনসিপির সব দায়িত্ব ও কার্যক্রম থেকে আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে অব্যাহতি দেয়া হলো।

এর আগে ১০ মার্চ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ডিসি নিয়োগের তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে ছাত্র সমন্বয়কের নাম এসেছিল গাজী সালাউদ্দিন তানভীর ওরফে তানভীর আহমেদের।

#এনসিপি