জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্রিয়াশীল ছাত্রসংগঠন ’জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের’ নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটির সদস্য সচিব হিসেবে ইখতিয়ার উদ্দীন মাহমুদ, মুখপাত্র হুসনী মুবারক এবং প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান হিমেলকে দায়িত্ব দেয়া হয়েছে।[insside-ad]
এছাড়া নতুন কমিটিতে অন্য সদস্যরা হলেন- আমির ফয়সাল, নাজমুল ইসলাম ফিরোজ সরকার, সীমা আক্তার, সাজেদুল কালাম, শামীম আফজাল, তাহজিবুল হাসান, ইকবাল হোসাইন, মোঃ জাহিদুল ইসলাম, রাফিজ হাসান রাজন, জহিরুল ইসলাম, জাওয়াদুল কবীর, আরিফ হোসেন, মোঃ নাইম ইসলাম, মাইনুল হোসেন রাহাত, মতিউর রহমান মুন্না, আবরার শাহরিয়ার, নাজিরুল ইসলাম, ইয়াহিয়া জিসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন ২১ জন বিশিষ্ট নির্বাহী সদস্য ঘোষণা করছে। গণঅভ্যুত্থানের স্পিরিট ধারন করে শিক্ষার্থীদের পক্ষে জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন জাকসু কার্যকর, হামলার বিচার, শহিদদের নামে স্থাপনার নামকরণ, পোষ্যকোটা বাতিল, হাসপাতালের উন্নয়ন, ক্লাসরুম সংকট নিরসন, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার এই অতীব জরুরি ৭ দফা দাবি উত্থাপন করেছে এবং এসব দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি পেশ, অবস্থান কর্মসূচি, লিফলেট বিতরণ, গণস্বাক্ষর অভিযান প্রভৃতি নানারকম কর্মসূচি হাতে নিয়েছে। এই লড়াইকে শানিত করতে জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন নতুন নির্বাহী সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করছে।