জাবির সাংস্কৃতিক জোটের নতুন কমিটি | বিশ্ববিদ্যালয় নিউজ

জাবির সাংস্কৃতিক জোটের নতুন কমিটি

জোটের মুখপাত্রসহ বিশ্ববিদ্যায়ের পাঁচটি সাংস্কৃতিক সংগঠনের ১০ জন প্রতিনিধি নিয়ে এ কমিটি করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংস্কৃতিক জোটের কার্যকরি পরিষদ ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মুখপাত্র হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন এ কমিটি ঘোষণা করেন মুখপাত্র মাহফুজ ইসলাম মেঘ।

জোটের মুখপাত্রসহ বিশ্ববিদ্যায়ের পাঁচটি সাংস্কৃতিক সংগঠনের ১০ জন প্রতিনিধি নিয়ে এ কমিটি করা হয়েছে। জোটের অন্য সংগঠকরা হলেন- আকাশ সরকার ও সাদিয়া ইসলাম মোহনা (নাট্যম), মোস্তাফিজুর রাহমান ও এস আই শিমুল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ), ফাহমিদা সুলতানা তামান্না ও জানে আলম (রেড জুলাই), জুবাইর ইসলাম ও রবিউল হাসান (চিরকুট) এবং প্রিয়াংকা কর্মকার (জাহাঙ্গীরনগর থিয়েটার, টিএসসি)।

নতুন কমিটি নিয়ে মুখপাত্র মাহফুজ ইসলাম মেঘ বলেন, 'বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিক্রমায় যেকোনো ধরনের সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলায় আমরা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো একজোট হয়ে কাজ করবো। আগামীদিনে সাংস্কৃতিক জোটের হারানো ঐতিহ্য ও জৌলুস ফিরিয়ে আনতে নতুন এই কমিটি অঙ্গীরকারবদ্ধ'।

এর আগে, গত ১৯ জানুয়ারি জাবি সাংস্কৃতিক জোটের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে জোটভুক্ত সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটার ও চিরকুট। অবাঞ্ছিত ঘোষণার পর জোটের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।