দেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে একটি প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। শনিবার (২২ মার্চ) বিকেল পাঁচটায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ ও গণ ইফতার কর্মসূচির ঘোষণা দেওয়া হয় নতুন প্ল্যাটফর্মের পক্ষ থেকে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ বি জোবায়ের।
এরআগে, ‘আওয়ামী লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই’ বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রত্যাহারের দাবিতে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
এসময় বক্তারা বলেন, ‘আমরা আয়না ঘরের ভেতর দিয়ে এখানে এসেছি। আমরা তো জুলাইয়ে শহীদ হয়েছি, আমাদের কীসের ভয়? আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। জুলাইয়ে যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন, তাদের লাল রক্ত দিয়েই আওয়ামী লীগকে লাল কার্ড দেখানো হয়েছে। আমরা জীবন দেবো কিন্তু জুলাই দেবো না।’
এ বি জোবায়ের বলেন, ‘যারা দুই হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যা করেছে, যারা গত ১৬ বছরে দেশকে ধ্বংস করে দিয়েছিলো, এতো কিছুর পরও তাদের ন্যূনতম অনুশোচনা নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই।’
নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়ে তিনি আরো বলেন, ‘‘আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরা আবার এক হবো। ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামের একটি প্ল্যাটফর্মের ঘোষণা করছি আমরা। যতোদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে, আমরা ততোদিন পর্যন্ত কর্মসূচি পালন করে যাবো।’