পবিত্র রমজান উপলক্ষে ক্লাস ও অফিস শুরুর নতুন সময়সূচি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ।
এ সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে শুরু হবে অফিস এবং ক্লাস কার্যক্রম।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও অফিসগুলি সকাল ৯টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে।
এ ছাড়া জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে এই সময়সূচি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।