দুই ছাত্রী আটকের খবর সঠিক নয়: ডিএমপি | বিবিধ নিউজ

দুই ছাত্রী আটকের খবর সঠিক নয়: ডিএমপি

বিভিন্ন সংবাদ মাধ্যমে ডিবি কর্তৃক দুই ছাত্রী আটকের যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।

#ছাত্রী #জাহিদুল ইসলাম পারভেজ #বিশ্ববিদ্যালয় #ডিএমপি

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে ডিবি কর্তৃক দুই ছাত্রী আটকের ঘটনা সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে ডিবি কর্তৃক দুই ছাত্রী আটকের যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। এরআগে, বৃহস্পতিবার রাতে ডিবি সূত্রে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই ছাত্রী ফাতেমা তাহসিন ঐশী এবং ফারিহা হক টিনাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিবৃতিতে জানানো হয়, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের পর থেকেই ইউনিভার্সিটি অব স্কলার্সেরর শিক্ষার্থী ফাতেমা তাহসিন ঐশী এবং ফারিহা হক টিনা আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি জানতে পারে ওই দুই নারী শিক্ষার্থী জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশের হোল্ডিং নাম্বার ১৮০৪ ভবনের ২য় তলায় দুদিন আগে বাসা ভাড়া নেন। এরপর অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি।

বনানী থানা সূত্রে জানা যায়, পারভেজ হত্যা মামলার পরপরই ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ২১ এপ্রিল রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে মহাখালী ওয়ারলেস গেট এলাকাসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯) নামের তিনজনকে গ্রেফতার করা হয়।

এরপর বুধবার পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে যৌথ অভিযানের মাধ্যমে গাইবান্ধা থেকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একইদিন চট্টগ্রামের হালিশহর থেকে মামলার আরেক আসামি মো. মাহাথির হাসানকে (২০) চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেফতার করে ডিএমপির বনানী থানা পুলিশ।

#ছাত্রী #জাহিদুল ইসলাম পারভেজ #বিশ্ববিদ্যালয় #ডিএমপি