শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে নন-এমপিও শিক্ষকরা। মঙ্গলবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষকরা।
শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছে, নন এমপিওদের বিষয়টি আইনগতভাবে বিধি অনুযায়ী কী করা যায় সে বিষয়গুলো ভাবা হবে।
জানা গেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেশ কিছুদিন যাবৎ তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারই ধারাবাহিকতায় সকাল ১১টার মধ্যে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করিয়ে দেয়ার কথা ছিল পুলিশের। কিন্তু সেই বিষয়ে কোনো ব্যবস্থা না নেয়ায় তারা সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেন। এবং অবস্থান কর্মসূচির শিক্ষকরা মিলে যমুনার দিকে অগ্রসর হন। পরে শিক্ষকদের একটি প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে যান আলোচনার জন্য। সেখান থেকে আশ্বাসের কথা জানানো হয়।
জানা গেছে, জাতীয় প্রেস ক্লাবের সামনে বেশ কিছুদিন যাবৎ তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারই ধারাবাহিকতায় সকাল ১১টার মধ্যে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করিয়ে দেয়ার কথা ছিল পুলিশের। কিন্তু সেই বিষয়ে কোনো ব্যবস্থা না নেয়ায় তারা সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেন। এবং অবস্থান কর্মসূচির শিক্ষকরা মিলে যমুনার দিকে অগ্রসর হন। পুলিশের বাধায় তারা ফেরত আসে। পরে শিক্ষকদের একটি প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে যান আলোচনার জন্য। সেখান থেকে আশ্বাসের কথা জানানো হয়
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।