ষষ্ঠ নিয়োগ সুপারিশবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে শূন্য পদের তথ্য যাচাই করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ জন্য অধিদপ্তরে চিঠি পাঠিয়েছে এনটিআরসিএ।
সম্প্রতি এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত চিঠিটি মাউশির মহাপরিচালক বরাবর এই চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘এনটিআরসিএ কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রচারের পূর্বে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এন্ট্রি লেভেলের শিক্ষকের শূন্য পদের চাহিদা/অধিযাচন (ই-রিকুজিশন) অনলাইনে সংগ্রহ করা হয়েছে। শূন্য পদের চাহিদাটি (ই-রিকুজিশন) অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সাবমিটের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার কর্তৃক যাচাইঅন্তে এনটিআরসিএর নিকট অনলাইনে প্রেরণ করেছেন।
ই-রিকুজিশনে উল্লিখিত শূন্য পদের প্রাপ্যতা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সঠিক আছে কিনা সংশ্লিষ্ট অধিদপ্তর কর্তৃক অধিকতর যাচাইয়ের লক্ষ্যে এনটিআরসিএর নিয়োগ সংক্রান্ত পরিপত্রের ৪.০ অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে শূন্য পদের তালিকার সফট কপি সিডিতে কপি করে প্রেরণ করা হলো। শূন্য পদের সঠিকতা আগামী ৭ কর্মদিবসের মধ্যে যাচাইপূর্বক সফট কপির সর্বডানে কমেন্টেস কলামে তথ্য সঠিক হলে কারেট, তথ্য সঠিক না হলে ইনকারেট মন্তব্য লিপিবন্ধ করে অন্যান্য তথ্য হুবহু বহাল রেখে এনটিআরসিএ-এর বরাবর প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’