তিনি বলেছেন, ‘আমরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শিক্ষকদের মানসিক স্বাস্থ্যকেও খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।’
শনিবার (২৬ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সিনেট হলে আয়োজিত চার দিনব্যাপী ট্রেনিং প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় উপাচার্য বলেন, ‘মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মানসিক সমস্যা দূর করে মানসিক সচেতনতা বৃদ্ধি করা।
বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে সারাদেশে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে ট্রমা কাজ করছে, তার থেকে পরিত্রাণের জন্য গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত হচ্ছে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করা।’
তিনি আরো বলেন, ‘এবারের প্রশিক্ষণের উদ্দেশ্য একটু ভিন্ন। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিটি কলেজে অন্তত একজন করে কো-ট্রেইনার তৈরি করতে চাই।
যাতে তারা তাদের কলেজে গিয়ে অন্যান্য শিক্ষকদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে প্রশিক্ষণ দিতে পারে। পর্যায়ক্রমে সেই শিক্ষকরা তার ক্লাসের শিক্ষার্থীদের আমাদের নির্দেশনা মোতাবেক মানসিক স্বাস্থ্য সম্বন্ধে শিক্ষাদান করতে পারে।’