ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন নার্স-মিডওয়াইফরা।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের (বিডিএসএনইউ) ব্যানারে সোমবার (২১ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
আন্দোলনকারীরা বলেন, এইচএসসি পাসের পর তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করে। এর পর আরও ৬ মাস ইন্টার্নশিপ করার পরেও তাদের চাকরির ক্ষেত্রে এইচএসসি সমমানের মূল্যায়ন করা হয়। যা তাদের প্রতি বৈষম্যের সামিল। তাই তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স ডিগ্রি সমমানের করার দাবি জানান। তাদের দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।