খুবির ভাস্কর্য ডিসিপ্লিনে অরিগামি কর্মশালা | বিশ্ববিদ্যালয় নিউজ

খুবির ভাস্কর্য ডিসিপ্লিনে অরিগামি কর্মশালা

কর্মশালায় অংশগ্রহণকারী ১৭ জন শিক্ষার্থীকে সনদপত্র দেয়া হয়।

#খুবি

কাগজ দিয়ে বিভিন্ন ধরনের শিল্পকর্ম নির্মাণ বা অরিগামি বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভাস্কর্য ডিসিপ্লিনের আয়োজনে দুই দিনব্যাপী “ফোল্ডিং ড্রিম” কর্মশালা শেষ হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চারুকলা স্কুলের আঙ্গিনায় এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। তিনি বলেন, অরিগামি বিষয়ক কর্মশালার আয়োজন খুবই ভালো উদ্যোগ। প্রথমবারের মতো এই বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কর্মশালা আয়োজন করা হলো। এর মাধ্যমে শিল্পের একটি নান্দনিক ধারা সম্পর্কে শিল্পশিক্ষার্থীরা হাতে-কলমে শিখতে পেরেছে। এই কর্মশালা আয়োজনের জন্য আমি ভাস্কর্য ডিসিপ্লিনকে আন্তরিক ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান মো. আমিনুল ইসলাম এবং রিসোর্সপার্সন ছিলেন ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক আবু কালাম শামসুদ্দিন। পরে কর্মশালায় অংশগ্রহণকারী ১৭ জন শিক্ষার্থীকে সনদপত্র দেয়া হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক গৌতম চৌধুরী, সহকারী অধ্যাপক মনোতোষ মন্ডল, সহকারী অধ্যাপক রওনক হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক রূপক সাহা।

#খুবি