বিসিএসের জট ছাড়ানো আমাদের প্রধান কাজ: পিএসসি চেয়ারম্যান | বিসিএস নিউজ

বিসিএসের জট ছাড়ানো আমাদের প্রধান কাজ: পিএসসি চেয়ারম্যান

আমরা একটা রোডম্যাপ নিয়ে কাজ করছি সেখান থেকে বের হওয়ার সুযোগটাও কম।

#নিয়োগ #বিসিএস #পিএসসি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন, বিসিএসের জট ছাড়ানো আমাদের প্রধান কাজ। আমরা একটা রোডম্যাপ নিয়ে কাজ করছি সেখান থেকে বের হওয়ার সুযোগটাও কম।

মঙ্গলবার দুপুরে পিএসসি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে ৪৬তম বিসিএস পেছানোর দাবিতে পিএসসির বাইরে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা।

পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন, যারা পড়াশোনা করছে তারা সবাই তৈরি। তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। আমি মনে করি তারা দুই সপ্তাহ পরীক্ষা পেছানোর জন্য বসে নেই। একই সিলেবাসে দুইটা পরীক্ষা। একটা সিলেবাস পড়েই পরীক্ষা দেয়া যাচ্ছে। এক্ষেত্রে পরীক্ষা পেছানোর দাবিটা মনে হয় না যৌক্তিক।

চাকরিপ্রার্থীরা জানান, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয় ২০২৪ খ্রিষ্টাব্দের ২২ ডিসেম্বর। ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। যে গতিতে পিএসসি এগোচ্ছে, তাতে আরো এক বছর সময় লাগবে ৪৪তম বিসিএসের ভাইভা শেষ করতে। এরমধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা রয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেয়া অধিকাংশ প্রার্থী ৪৬ এর লিখিত দেবে। তারা মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেবে নাকি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবে?

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

#নিয়োগ #বিসিএস #পিএসসি