চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগ চালুর প্রস্তাব পাকিস্তান হাই কমিশনারের | বিশ্ববিদ্যালয় নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগ চালুর প্রস্তাব পাকিস্তান হাই কমিশনারের

চবি উপাচার্যকে পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ উর্দু বিভাগ খোলার প্রস্তাব দেন। চবি উপাচার্য উত্তরে সৈয়দ আহমেদ মারুফকে করাচিতে বাংলা বিভাগ চালু করার প্রস্তাব দেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উর্দু ভাষা বিভাগ চালুর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রস্তাব দিয়েছেন।

সোমবার সকাল সাড়ে দশটায় উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতারের অফিসে পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের এই সাক্ষাৎ হয়।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন পাকিস্তান হাইকমিশনের বাণিজ্য ও বিনিয়োগ সংযুক্তি জাইন আজিজ ও পাকিস্তানের হাইকমিশনের কাউন্সেলর কামরান ধাঙ্গল।

এসময় চবি উপাচার্যকে পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ উর্দু বিভাগ খোলার প্রস্তাব দেন। চবি উপাচার্য উত্তরে সৈয়দ আহমেদ মারুফকে করাচিতে বাংলা বিভাগ চালু করার প্রস্তাব দেন। সেই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের হাইকমিশনার পাকিস্তানে বাংলা বিভাগ চালু আছে বলে জানান। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. এ. কে. এম. মাহফুজুল হক (মাহফুজ পারভেজ) ও ওই বিভাগের সহযোগী অধ্যাপক এ. জি. এম নিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।

সাক্ষাতের পর দুপুর ১২টায় পাকিস্তানের হাইকমিশনার বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত একটি সেমিনারে অংশগ্রহণ করেন। ‘রিসেন্ট ডায়ানামিক্স অব পাকিস্তান-বাংলাদেশ রিলেশন্স‌' শীর্ষক সেমিনারে তিনি মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন।