পরীমনি: সাবেক স্বামীর গ্রেফতারের দিন নতুন প্রেমের গুঞ্জন! | বিবিধ নিউজ

পরীমনি: সাবেক স্বামীর গ্রেফতারের দিন নতুন প্রেমের গুঞ্জন!

পরীমনির সাবেক স্বামীকে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ, এই খবর ছাপিয়ে নায়িকার নতুন প্রেমের গুঞ্জন ভাইরাল হতে শুরু করেছে ফেসবুকে। কিন্তু সেই ব্যক্তিটি কে?

#বিবিধ

বাংলা চলচ্চিত্রের আলোচিত সমালোচিত নায়িকা পরীমনি আবারো আলোচনায়। বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে নায়িকার সাবেক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ, সন্ধ্যার পর থেকেই এমন একটি খবর ভাইরাল হতে শুরু করে ফেসবুকে। একই সঙ্গে নায়িকার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঝড়ের গতিতে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এবিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, পরীমনির প্রথম স্বামী ছিলেন ফেরদৌস কবির সৌরভ। তিনি ঢাকার একটি ফুটবল ক্লাবের খেলোয়াড় ছিলেন। পরবর্তীতে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। ইতোপূর্বে সৌরভ জানিয়েছিলেন যে, ২০১২ খ্রিষ্টাব্দের ২৮ এপ্রিল তার সঙ্গে বিয়ে হয় পরীমনির। কিন্তু পরীমনি মিডিয়াতে কাজ শুরুর পর ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে তার সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়। এরপর ঢাকা ছেড়ে কেশবপুরে থাকতে শুরু করেন সৌরভ।

সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে। তিনি যশোরের সাবেক এমপি ও আওয়ামী লীগ শাহিন চাকলাদারের সাথে রাজনীতি করতেন এবং তিনি কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের ঘনিষ্ঠ সহচর ছিলেন।

অন্যদিকে, সাবেক স্বামী সৌরভের গ্রেফতারের খবর ছাপিয়ে পরীমনির নতুন প্রেমের গুঞ্জনও ছড়াতে শুরু করেছে ফেসবুকে। মঙ্গলবার (৫ মার্চ) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করেন পরীমনি। হাতে ঘড়ি পরিহিত কোনো ব্যক্তির বাহুডোরে দেখা মেলে এই অভিনেত্রীর। শুরু হয় আলোচনা। পরে অবশ্য সেই ছবি আর খুজে পাওয়া যায়নি তার ফেসবুক প্রোফাইলে। তবে ততক্ষণে ছবির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বুধবার (৬ মার্চ) নাগাদ ভাইরাল হয়ে যায় সেই ছবি। সবার প্রশ্ন, ব্যক্তিটি কে? নেটিজেনদের সন্দেহের তীর এক উঠতি সংগীত শিল্পীর দিকে!

#বিবিধ