নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আইন বিভাগের আয়োজনে “আন্তর্জাতিক মানবাধিকার আইনের অতীত এবং বর্তমান: জেনেভা কনভেনশনগুলির বিবর্তন এবং আধুনিক সশস্ত্র সংঘর্ষে আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্থায়ী প্রাসঙ্গিকতা” সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা ছিলেন রেড ক্রিসেন্ট বাংলাদেশের আইন পরামর্শক ফাহমিদা করিম এবং প্রতিরোধ এবং যোগাযোগ ব্যবস্থাপক দীপালি গৌর। অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবিক আইনে মানবাধিকারের রক্ষা এবং সশস্ত্র সংঘর্ষের সময় মানবিক সহায়তা নিশ্চিত করতে এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্য দেন স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন এবং আইন বিভাগের অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম।
ফাহমিদা করিম তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক মানবিক আইনের মূল লক্ষ্য হলো যেকোনো পরিস্থিতিতে বিশেষ করে সশস্ত্র সংঘর্ষের সময় নিরস্ত্র মানুষের মৌলিক অধিকার রক্ষা করা। এছাড়াও, তিনি বর্তমান বিশ্বে সশস্ত্র সংঘর্ষে মানবাধিকারের প্রাসঙ্গিকতা এবং তার বাস্তবায়ন সম্পর্কে তার দৃষ্টিকোণ তুলে ধরেন।
অপর বক্তা দীপালি গৌর যুদ্ধের ভয়াবহতা এবং তৎক্ষণাৎ পুনর্বাসনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, রেড ক্রিসেন্ট সশস্ত্র সংঘর্ষের প্রতি প্রথম প্রতিক্রিয়া জানিয়ে যুদ্ধের নৃশংসতা কমাতে সহায়তা করে।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও শিক্ষার্থীরা জেনেভা কনভেনশনের ইতিহাসিক বিবর্তন, আধুনিক যুদ্ধে এর প্রভাব, এবং আন্তর্জাতিক মানবিক আইন এর বাস্তবায়ন নিশ্চিত করার চলমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেছেন।
অনুষ্ঠানটি শেষ হয় প্রধান বক্তাকে শুভেচ্ছা স্মারক দেয়ার মাধ্যমে। আন্তর্জাতিক মানবিক আইন প্রচারের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের আইনি শিক্ষামূলক সেমিনার আয়োজনের ক্ষেত্রে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ দৃঢ় প্রত্যাশী।