দুই প্রতিষ্ঠানে চাকরি করছেন এমপিওভুক্ত ৩ শিক্ষক | স্কুল নিউজ

দুই প্রতিষ্ঠানে চাকরি করছেন এমপিওভুক্ত ৩ শিক্ষক

পটুয়াখালী আজিজ আহমেদ কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।

#স্কুল #শিক্ষক

পটুয়াখালী আজিজ আহমেদ কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ একই সঙ্গে দুই প্রতিষ্ঠানে চাকরি করছেন। এমনকি এমপিও নীতিমালা লঙ্ঘন করে উচ্চতর স্কেল পাওয়ার জন্যও আবেদন করেছেন তারা।

অভিযোগকারী বলেন, একই সাথে পটুয়াখালীর দুমকী উপজেলার আজিজ আহমেদ কলেজের ৩ জন শিক্ষক দুই প্রতিষ্ঠানে নিয়োগ পেয়ে চাকরি করছেন। পরে তারা উচ্চতর স্কেল পাওয়ার আবেদন করলে ২০১৪ ও ২০১৮ খ্রিষ্টাব্দে আবেদন বাতিল করেন। দ্বিতীয় পর্যায়ে আবারো ম্যানেজ করে সর্বশেষ এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী আবেদন করলে একটি অভিযোগ জমা হয় জেলা প্রশাসক বরাবর ২০২৪ খ্রিষ্টাব্দ। তখনকার বাছাই কমিটির প্রধান জেলা প্রশাসক পটুয়াখালী ও অন্যান্য সদস্য পর্যালচনা করে ফাইলটি বাতিল করেন।

তিনি বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানে জেলা প্রশাসকসহ অন্যান্য সকল সদস্য নতুন হওয়ার সুযোগে তদন্ত না করেই আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক পটুয়াখালী কার্যালয়ে উচ্চতর স্কেলের বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মো. ওমর ফারুক জানান, পটুয়াখালীর আজিজ আহমেদ কলেজের ৩ শিক্ষকের দ্বৈত চাকরির বিষয়ে কোন অভিযোগ পাইনি। তবে ২০২১ সালের এমপিওর বিধি অনুযায়ী দ্বৈত চাকরির কোন সুযোগ নেই। যদি কেউ করে তবে তা শাস্তিযোগ্য অপরাধ।

অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেxয়া হবে। অনিয়মের কোন সুযোগ নেই, বলেন তিনি।

#স্কুল #শিক্ষক